• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বিশ্বনাথে শতবর্ষী মুরব্বি মাহমদ আলীর দাফন সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২১
বিশ্বনাথে শতবর্ষী মুরব্বি মাহমদ আলীর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের পাঠানোগাঁও গ্রামের প্রবীন মুরব্বি, পঞ্চগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাহমদ আলীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বেলা সোয়া ৩টায় জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হয়েছে। ওইদিন সকাল ৭টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬পুত্র ও ৪কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

জানাযা পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রাধানগর মোহাম্মদিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা শামছুল কবির মিছবাহ চৌধুরী, রায়সন্তোষপুর হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা ফখরুল ইসলাম, মৌলভী উস্তার আলী, রায়সন্তোষপুর জামে মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন, মরহুমের পুত্র সফিক আলী প্রমূখ। বক্তারা বলেন, এলাকার সবচেয়ে বয়বৃদ্ধ ও প্রবীন মুরব্বি ছিলেন হাজী মাহমদ আলী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (১০৪) বছর। তাঁর মাধ্যমে এলাকায় অনেক সেবামূলক কর্মকান্ড হয়েছে। তিনি ছিলেন পঞ্চগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবককে হারিয়েছে। এ ক্ষতি কখনো পূরণ হবার নয়।

জানাযার নামাযে ইমামতি করেন মরহুমের নাতি হাফেজ ক্বারী রেদ্বওয়ান আহমদ ও শেষে মোনাজাত পরিচালনা করেন কাজী আবদুল হাদী।
জানাযায় মাস্টার মুজিবুর রহমান, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্থরের মুসল্লিরা উপস্থিত ছিলেন।