• ১০ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

ছাতক থানায় কমিউনিটি পুলিশিং ডে- অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩০, ২০২১
ছাতক থানায় কমিউনিটি পুলিশিং ডে- অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক থানায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩০ অক্টোবর) সকালে ছাতক থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে কমিউনিটি পুলিশিং ডে এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমানের সভাপতিত্বে ও এসআই মহিন উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আবদুল ওয়াহিদ মজনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি সৈয়দ আহমদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, এসআই আতিকুল আলম, এসআই আনোয়ার হোসেন, এসআই দেওয়ান উজ্জ্বল, এসআই দ্বিপংকর বিশ্বাস, এসআই আনোয়ার মিয়া, এসআই শামসুল আরেফিন, এসআই মুসলিম মিয়া, এসআই মোহাম্মদ আলী, এসআই মাসুদ রানা, এএসআই জয়নাল আবেদীন প্রমুখ। সভা শেষে এক র‍্যালী বের করা হয়।