• ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে উপজেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২১
তাহিরপুরে উপজেলা পরিষদের স্ট্যান্ডিং কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২৬ অক্টোবর . জেলা প্রশাসন সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ইএএলজি প্রকল্পের আওতায় তাহিরপুর উপজেলা পরিষদের ১৭ টি স্ট্যান্ডিং কমিটির কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা ‘অবহিতকরণ প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়।

উক্ত অবহিতকরণ প্রশিক্ষণে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা পরিষদের বিভিন্ন স্থায়ী কমিটির সভাপতি, সদস্য সচিব, সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই অবহিতকরণ প্রশিক্ষণের উদ্দেশ্য হলো উপজেলা পরিষদের স্থায়ী কমিটিগুলো সক্রিয় ভূমিকা পালন করবে, উপজেলা পরিষদের সাধারণ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে অবদান রাখা, প্রতি ২ মাসে ১বার নিয়মিত স্থায়ী কমিটির সভা করা, প্রতি ২.৫ বছর পরপর স্থায়ী কমিটিগুলো পুনর্গঠন করা ইত্যাদি।
প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির, স্থানীয় সরকার শাখার সহকারী কমিশনার মো. সম্রাট হোসেন ও ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম।