• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

জীবিত হয়ে দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন দাখিল

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২১
জীবিত হয়ে দুই মেম্বার প্রার্থীর মনোনয়ন দাখিল

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকে এনআইডির কারিশমা নামক আলোচিত ঘটনাটি সমাপ্তি ঘটেছে। নির্বাচন কমিশন কর্তৃক দুই মেম্বার প্রার্থীর এনআইডি কার্ড সংশোধন করে দেয়ায় ঘটনাটি সমাপ্তি ঘটে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা মনোনয়ন পত্র দাখিলও করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে।

উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের ৮নং ওয়ার্ডের মৃত আসক আলীর পুত্র আলী আহমদ ও একই গ্রামের মৃত আবদুল আউয়ালের পুত্র কমর আলী। জাতীয় পরিচয়পত্রে তারা মৃত। এ কারণে গত ১০ অক্টোবর তারা পৃথক দু’টি অভিযোগ দায়ের করেছিলেন ছাতক উপজেলা নির্বাচন অফিসারের কাছে। বিষয়টি একাধিক পত্রিকায় প্রকাশিত হয়। নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

অবশেষে ১৭ অক্টোবর বিকেলে তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধিত হলেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী তারা ওইদিন বিকেলে ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এদিকে, একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাকল পাড়া গ্রামের আবদুল আমিনের পুত্র ছিদ্দেকুর রহমানকে ৯নং ওয়ার্ডে ভোট স্থানান্তরের বিষয়টিও সংশোধিত হয়েছে। তিনিও মেম্বার প্রার্থীর জন্য তিনদিন আগে দাখিল করেছেন মনোনয়ন। নির্বাচন অফিস সূত্রে জানায়, নির্বাচন কমিশন কর্তৃক তাদের জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেয়ায় তারা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন।