• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে –এ এসপি জয়নাল

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৯, ২০২১
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে –এ এসপি জয়নাল

নিজস্ব প্রতিবেদক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় সুনামগঞ্জ সদর মডেল থানার আয়োজনে শহরের শহীদ জগৎ জ্যোতি পাঠাগার মিলনায়তন হলে সভা অনুষ্ঠিত হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শহীদুর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশনের সভাপতি সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, ট্রাফিক ইন্সপেক্টর শামসুল ইসলাম, ব্যবসায়ী সমিতির সভাপতি খুশনূর আহমেদ, সদর উপজেলা আনসার কমান্ডার আব্দুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, সদরের সাধারণ সম্পাদক বিপ্রেশ রায় বাপ্পী,মতিলাল চন্দ,জেলা ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু চৌধুরী,মহিতোষ বাবু,উপানন্দ দাস ও এস আই প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।

সভাপতির বক্তব্য সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. জয়নাল আবেদীন বলেছেন সম্প্রীতির জেলা সুনামগঞ্জে আসন্ন শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে আইন শৃংখলা বাহিনীর তরফ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করা হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারো সবার সমন্বয়ে সকল ধর্মবর্ণের লোকজনের উপস্থিতি সনাতন ধর্মের লোকজন আনন্দ ঘনভাবে পূজা পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তবে কেহ সম্প্রীতি বিনষ্ট করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর চেষ্টা করলে গণমাধ্যমকর্মীরা সজাগ দৃষ্টি রাখবেন এবং তাৎক্ষনিক আইন শৃংখলা বাহিনীর সদস্যদের অবহিত করার আহবান ও জানান তিনি। পরে পুলিশের পক্ষ থেকে প্রতিটি পূজা কমিটির সদস্যদের পরিদর্শন খাতা তুলে দেন নেতৃবৃন্দরা।