• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

কালনী নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৭, ২০২১
কালনী নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ

বিবিএন ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে কালনী নদীতে গোসল করতে গিয়ে সুমাইয়া বেগম (৯) নামের এক শিশু নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বেলা দুইটার দিকে দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টুক দিরাই গ্রাম সংলগ্ন কালনী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু সুমাইয়া সিলেট সদর উপজেলার টুকের বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয় লোকজন সর্বাত্মক চেষ্টা চালিয়েও নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে পারেনি।

জানা যায়, গত বুধবার (৬ অক্টোবর) মায়ের সাথে বিবাহ অনুষ্ঠান উপলক্ষে টুক দিরাই গ্রামে তার নানা মৃত ঈমান আলীর বাড়িতে বেড়াতে আসে সুমাইয়া। বৃহস্পতিবার বেলা দুইটার দিকে অন্যান্য শিশুদের সাথে কালনী নদীতে গোসল করতে নামলে হঠাৎ সুমাইয়া পানিতে তলিয়ে যায়। বিষয়টি গোসল করতে আসা শিশুরা তাদের বাড়িতে খবর দেয়। স্বজনরা এসে নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে ব্যর্থ হয়। এক পর্যায়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নিউটন দাস তালুকদার বলেন, আমরা নিখোঁজ সুমাইয়াকে উদ্ধার করতে সর্বাত্মক চেষ্টা করেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হলো।