• ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই’

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৬, ২০২১
নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই’

বিবিএন নিউজ ঢাকাঃ  নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বুধবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

তিনি নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।

নির্বাচনসংক্রান্ত সব কিছুই নির্বাচনকালে নির্বাচন কমিশনের অধীনে চলে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা।

তিনি বলেন, সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ, নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার ।