• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১
তাহিরপুরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে তাহিরপুর উপজেলায় বাংলাদেশ যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্টিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকায় ত্রি- বার্ষিক সম্মেলন তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন- তাহিরপুর যুব মহিলা লীগের আহবায়ক আইরিন আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন সঞ্চালনায়। প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। উদ্বোধক

বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অধ্যাপক অপু উকিল, প্রধান বক্তা সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ অতিথি বাংলাদেশ যুব মহিলা লীগের সহ সভাপতি ডেইজি সারোয়ার, সহ সম্পাদক লাভলী সুলতানা, নাজনীন সুলতানা, দপ্তর সম্পাদক বিনা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না, সাধারণ সম্পাদক জান্নাত মরিয়ম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা মহিলা লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মারজানা ইসলাম শিবনা প্রমুখ। প্রধান অতিথি এমপি রতন বলেন, যুব মহিলা লীগের সম্মেলনের উপলক্ষে তাহিরপুর উপজেলা মুক্তি যোদ্ধা ভবণ উদ্ভোধন করা হয়েছে। আমরা আশাবাদী অচিরেই সুনামগঞ্জ টু মোহনগঞ্জে উড়াল সেতু উদ্ধোধন করা হবে। শেখ হাসিনার উড়াল সেতু, হাওরাঞ্চলের সাধারণ মানুষের প্রাণের দাবী। পাশাপাশি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।