নিজস্ব প্রতিবেদক: খবরের সব দিক, সব দিকের খবর এই স্লোগানের মধ্য দিয়ে সুনামগঞ্জে নিউজবাংলা২৪ ডট কমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত বর্ষপূর্তিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সভাপতি সেলিম আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান জামিল আনাস, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাহজাহান চৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ- সভাপতি আল হেলাল, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্র, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাছুম হেলাল, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, বাংলানিউজ২৪ এর জেলা প্রতিনিধি আশিকুর রহমান, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি শহীদনূর আহমেদ, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি দিলাল আহমদ, বণিক বার্তা জেলা প্রতিনিধি আল আমিন, সাউথ এশিয়ান টাইমস এর জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, জৈন্তা বার্তার জেলা প্রতিনিধি মনোয়ার চৌধুরী, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আসাদ মনি, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রিপন আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে নিউজবাংলার প্রতি শুভেচ্ছা জানিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট বলেন, অল্প সময়ের মধ্যে নিউজবাংলা পাঠকদের মনে জায়গা করে নিয়েছে, আমি চাইবো এই নিউজবাংলা যেনো তাদের সফলতার দ্বারা নিয়ে সব সময় এগিয়ে যাক, আমি আপনাদের বলতে চাই আমি বাংলাদেশ এখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশের জিডিপি পাকিস্তান ও ভারত থেকে এগিয়ে আমরা। তাই আমি চাইবো এই নিউজবাংলার মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের খবরগুলো তৃণমূল পর্যন্ত ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা।
বিশেষ অতিথির বক্তব্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত বলেন, নিউজবাংলা খুব দারুণভাবে অল্প সময়ে বস্তুনিষ্ঠু সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আমাদের মন জয় করে নিয়েছে, নিউজবাংলা আরও অনেক বছর আমাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুক।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে নিউজবাংলা’র ববর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।