• ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

মায়ের সাথে নানারবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো শিশু হাফসা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১, ২০২১
মায়ের সাথে নানারবাড়ি বেড়াতে এসে লাশ হয়ে ফিরলো শিশু হাফসা

নিজস্ব প্রতিবেদক: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কে পিকআপের ধাক্কায় হাফসা খাতুন (৯) বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে সুনামগঞ্জ সদর উপজেলার রামেশ্বরপুর গ্রামের জয়নাল মিয়ার কন্যা। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল পৌনে ৫টায় শান্তিগঞ্জ থানাধীন মাহমদপুর এলাকায়।

সড়কের জয়কলস হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মায়ের সাথে শান্তিগঞ্জের মাহমদপুর গ্রামে নানা বাড়িতে আসে হাফসা খাতুন। বেড়ানো শেষে বাড়ি ফেরার পথে মাহমদপুরে সড়ক পারাপারের সময় সিলেটগামী পিকআপ সিলেট (মেট্রো-ন-১১-০৯৩০) ধাক্কা দিলো ঘটনাস্থলে প্রাণ হারায় শিশু হাফসা। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত পিকআপটি আটক করে থানায় নিয়ে আসেন। দূর্ঘটনার পর ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শান্তিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ তার স্বজনদের কাছে দেয়া হয়েছে। পরিবারটি গরিব অসহায় হওয়ায় হাইওয়ে সিলেট রিজিয়ন পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কর্তৃত লাশের দাফন কাফনে জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন।