• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে নারী–শিশুর উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
সুনামগঞ্জে নারী–শিশুর উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : শিশু ও নারী উন্নয়নে সচেতনতা মুলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় সুনামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অসীম চন্দ্র বনিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক বলেন, নারী ও শিশুদের উন্নয়নে সবাইকে একযুগে কাজ করতে হবে। নারী ও শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। শিক্ষিত নারী ও শিশুরা সুনামগঞ্জ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। হাওর এলাকার নারী ও শিশুদের বিশেষ গুরুত্ব দিতে হবে। কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা শিক্ষা অফিসার মো জাহাঙ্গীর আলম, ডেপুটি সিভিল সার্জন আশরাফুল ইসলাম,

কর্মশালায় স্থানীয় গণমাধ্যম কর্মী শিক্ষক বিভিন্ন উন্নয়ন সংস্থার লোকজন উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিস ও গণ যোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় কর্মশালার আয়োজন করে।