• ২রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের জামালগঞ্জে ১০ নৌ—চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
সুনামগঞ্জের জামালগঞ্জে ১০ নৌ—চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীতে বালিপাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজির সময় ১০ নৌ চাঁদা বাজকে আটক করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, আজ ভোরে জেলার জামালগঞ্জ উপজেলার সুরমা নদীতে ২টি নৌকায় চড়ে চাঁদাবাজরা বালি পাথর বোঝাই নৌকা থেকে চাঁদাবাজী করার সময় হাতে নাতে আটক করে র‍্যাব। আটককৃতরা হলো এমদাদুল হক আফিন্দি (৫৮),কাউছার আহমদ (৩৫),জয়নুল হক (৪০),বাদশা মিয়া (৩২), আবুল হোসেন ৫২,নেছার আহমদ (৩০),মাহি আফিন্দি (২০) আব্দুনুর (৬২), মানিক মিয়া ৬৩। এসময় তাদের কাছ থেকে ৮ টি লোহার রড, ১ টি ছুরি,৯ টি মোবাইল, নগদ ২ হাজার ২৩০ টাকা উদ্ধার করেছে র‍্যাব। সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল সিঞ্চন আহমেদ জানান, এ চক্রটি দীর্ঘদিন যাবত নৌপথে লাখ লাখ টাকা চাঁদাবাজী করছিল। আজ ভোরে চাঁদাবাজীর সময় তাদেরকে আটক করে র‍্যাব। মামলা দায়েরর প্রস্তুতি চলছে।