• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

ছাদিছ জামাতের ফল প্রকাশ ১ অক্টোবর

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
ছাদিছ জামাতের ফল প্রকাশ ১ অক্টোবর

বিবিএন ডেস্ক: দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, প্রধান কেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি’র ২০২১ ঈসায়ী/১৪৪২ হিজরী সনের ছাদিছ জামাতের বিশেষ কোর্সের ফলাফল ১ অক্টোবর, শুক্রবার, সকাল ৯ টায় প্রকাশিত হবে।

দারুল কিরাতের নিজস্ব ওয়েবসাইট www.darulqiratfultali.com/result/ এই লিংকে ফলাফল পাওয়া যাবে। পরিচয়পত্রে উল্লেখিত রেজি নং লিখে Get Result বাটনে ক্লিক করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল প্রদর্শিত হবে। ফলাফল প্রিন্ট করেও রাখা যাবে।

অনলাইনের এই লিংক ছাড়া অন্য কোথাও পিডিএফ বা অন্য কোনো ফরমেটে ফলাফল পাওয়া যাবে না।