• ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই শাবান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২১
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের দলীয় অস্থায়ী কার্যালয়ে জন্মদিনের কেক কাটা শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ফাউন্ডেশনের সভাপতি শওকত আলী জামিল। বক্তব্য রাখেন, জেলা শাখার ত্রান বিষয়ক সম্পাদক লিলু মিয়া, সহ প্রচার সম্পাদক সালেহ আহমদ, ছাতক উপজেলা শাখার সহ সভাপতি ইউসূফ আলম সুমন, আইন বিষয়ক সম্পাদক নারায়ন আচার্য্য, খলিলুর রহমান রহমত আলী প্রমুখ। সভার শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শাখার অর্থ সম্পাদক নাছির উদ্দিন এবং শেষে দোয়া পরিচালনা করেন প্রভাষক মাওলানা জাহেদ আহমদ।