নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতকবাজার রেলওয়ে নির্বাহী প্রকৌশলীর দপ্তরের প্রধান সহকারী সুরঞ্জন পুরকাস্থ বদলী করা হলেও এখনও রয়েছেন বহাল তবিয়তে। নিজের বদলী ঠেকাতে নানা কৌশলে দৌড়ঝাপ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। তার নানা অনিয়ম-দুনীতি ঘুষ কেলেংকারির একাধিক বিষয়ে সম্প্রতি বিভিন্ন পত্র-পত্রিকায়ও প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত ২৫ আগষ্ট চট্রগ্রাম (পুর্ব) রেলওয়ে বিভাগের সিনিয়র প্রধান প্রকৌশলী সৈয়দ হোসেনের স্বাক্ষরি এক আদেশে তাকে বদলি করেন। কিন্তু অজ্ঞাত কারনে এখন পর্যন্ত বদলীকৃত স্থানে যোগদান করেননি প্রধান সহকারী (বড়বাবু) সুরঞ্জন পুরকাস্থ।
খোঁজ নিয়ে জানা যায়, রেলওয়ে ছাতকবাজার নির্বাহী প্রকৌশলীর দপ্তরের বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ১০ নভেম্বর রেলপথ মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন-৪) মীর আলমগীর হোসেনকে আহবায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। উপ-সচিব (প্রশাসন) তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করে চিঠি দেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। এরই প্রেক্ষিতে ছাতক রেলওয়ের প্রধান সহকারী (বড়বাবু) সুরঞ্জন পুরকাস্থকে ছাতক থেকে ডিএইএন-২ চট্রগ্রাম বিভাগে বদলি করে তার স্থলে ডিএইএন-২ চট্রগ্রাম কার্যালয়ের মো.সারাওয়ার হোসেনকে যোগদানের জন্য বলা হয়।
এবিষয়ে প্রধান সহকারী (বড়বাবু) সুরঞ্জন পুরকাস্থ বলেন, আমার বিরুদ্ধে ঘুষ-দূর্নীতির অভিযোগ ভিত্তিহীন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমার স্থলে যোগদানকারী ডিএইএন-২ চট্রগ্রাম কার্যালয়ের প্রধান সহকারী ছাতকে আসলেই দায়িত্ব বুঝিয়ে বদলীকৃত স্থানে যোগদান করবো।
রেলওয়ে ঢাকা অঞ্চলের ঢাকা দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় প্রকৌশলী-২ সিরাজ জিন্নাত বলেন, ছাতকের প্রধান সহকারীর বদলীর বিষয়টি তার জানা আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাতকের প্রধান সহকারী সুরঞ্জন পুরকাস্থ দ্রুত তার কর্মস্থলে যোগদান করবেন।