• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বালাগঞ্জে বাজারের নামকরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১
বালাগঞ্জে বাজারের নামকরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক: বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদে একটি বাজারের নামকরণ নিয়ে পূর্ব বিরোধের জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অনাকাঙ্খিত ঘটনার আশংকা দেখা দিতে পারে।

জানা যায় বালাগঞ্জ-ফেঞ্চুগঞ্জ সড়কে মুসলিমাবাদ গ্রাম এলাকায় অবস্থিত বাজারের নামকরণ নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল, এক পক্ষ চৌধুরী বাজর নামে প্রচার প্রচারণা চালাচ্ছে, অপর পক্ষ সিরাজ বেগ বাজার নামে প্রচার প্রচারণা চালাচ্ছিলেন, এ নিয়ে কয়েক দিন যাবৎ এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১২ টায় দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দু’পক্ষই মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে চৌধুরী বাজারের পক্ষের জামি চৌধুরী, মুসলেহ চৌধুরী ও হাফিজ জহি চৌধুরী আহত হন সিরাজ বেগের পক্ষের আহতরা হলেন লিটন বেগ ও লকুচ বেগ। আহতরা বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছেন। এব্যাপার বালাগঞ্জ থানা অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে উভয় পক্ষ থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।