• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে শিশু মিম হত্যা মামলার আসামীদের বসতঘরে হামলা 

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২১
ছাতকে শিশু মিম হত্যা মামলার আসামীদের বসতঘরে হামলা 

বিবিএন ডেস্ক: ছাতকের পল্লীতে চার বছরের শিশু মারিয়া আক্তার মিম হত্যা কান্ডের ঘটনায় ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে হত্যা মামলার আসামীদের গবাদি পশু ও মালামাল লুটপাট করা হয়েছে এমন অভিযোগ এনে দোয়ারাবাজার থানায় গত বৃহস্পতিবার একটি অভিযোগ দিয়েছেন মিম হত্যা মামলার প্রধান আসামী দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের লামাসানিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী পিয়ারা খাতুন।

অভিযোগ থেকে জানা যায়, ভুমি সংক্রান্ত বিষয় নিয়ে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের কচুদাইর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র সুনাম উদ্দিনের সাথে পার্শ্ববর্তী দোয়ারা উপজেলার লামাসানিয়া গ্রামের মৃত আলী আহমদের পুত্র আব্দুর রশিদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। তারা একে অপরের আত্মীয় বলে জানা গেছে।

তাদের দ্বন্দ্ব নিয়ে স্থানীয়ভাবে সালিশ বিচার সহ আদালতে মামলাও রয়েছে পক্ষে-বিপক্ষে। ১২ সেপ্টেম্বর সকালে আব্দুর রশিদের পুত্র সাদ্দাম হোসেন বিরোধকৃত ভুমিতে চাষাবাদ করতে যাওয়ার পথে বাঁধা দেয় সুনাম উদ্দিনের স্ত্রী হামিদা বেগম। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় হামিদা বেগমের কোলে থাকা তার নাতনী শিশু মারিয়া আক্তার মিম আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মিমের মৃত্যু ঘটে।

এ ঘটনায় ১৪ সেপ্টেম্বর সুনাম উদ্দিন বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা(নং-১৪) দায়ের করেন। ওই দিন মামলার এজাহারভুক্ত আসামী মিজান ফারুক নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে আসামী আব্দুর রশিদ সহ আসামীরা গাঁ ঢাকা দেয়।

এ সুবাদে প্রতিপক্ষরা আসামীদের বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। পুরুষ শূন্য আসামীদের বাড়ি থেকে ৬টি গরু, নগদ টাকা, স্বর্ণালংকার, ধান-চাল, বাসনপত্র, ভুমি সংক্রান্ত দলিল সহ মালামাল লুট করে নেয় প্রতিপক্ষরা। আব্দুর রশিদের পুকুর থেকে জাল ফেলে লক্ষাধিক টাকা মুল্যের মাছ লুট করে নেয় তারা। এতে আসামী পক্ষের অন্তত ৬ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে থানায় দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে। বর্তমানে বাড়িতে থাকা আব্দুর রশিদের বৃদ্ধ মা শুকুর বানু আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। লুটপাটের ঘটনায় সুনাম উদ্দিন, আহমদ আলী, আবুল কালাম সহ ২০ জনের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন আব্দুর রশিদের স্ত্রী পিয়ারা খাতুন।

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, হত্যা মামলার আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানিয়েছেন, লুটপাটের ঘটনায় একটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেয়া হবে।