• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিজয়ী কাউন্সিলার নজরুলের পক্ষ থেকে কমিউনিটি কে আপ্যায়ণ

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১
বিজয়ী কাউন্সিলার নজরুলের পক্ষ থেকে কমিউনিটি কে আপ্যায়ণ

নিজস্ব প্রতিবেদকঃ সদ্য সমাপ্ত গ্রেটার মানচেষ্টারের ওল্ডহাম ব্যুরো কাউন্সিলের কাউন্সিল  নির্বাচনে “চাডারটন নর্থ ওয়ার্ডের” লেবার দলের মনোনীত এবং একমাত্র বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী মুহাম্মদ নজরুল ইসলাম বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তিনি কমিউনিটির সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করেন।

গতকাল ১৪ ই সেপ্টেম্বর  স্হানীয়” দ্যা পাম স্যুট” সেন্টারে আয়োজিত এই প্রীতিভোজ অনুষ্ঠানে কমিউনিটির সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

কাউন্সিলার নজরুল ইসলাম আগত অতিথি বৃন্দদের অভিনন্দন জানানোর পাশাপশি তিনি সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার এ বিজয় কে কমিউনিটির বিজয় বলে উল্লেখ করেন।
তিনি কমিউনিটির উন্নয়নে সর্বাত্বক চেষ্টা করবেন বলে দৃড় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওল্ডহাম কাউন্সিলরের ডেপুটি লিডার, কাউন্সিলার আব্দুল জব্বার এম বি,  কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার মোহন আলী প্রমুখ নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, কাউন্সিলার নজরুল ইসলামের দেশের বাড়ি সুনামগঞ্জ সদর থানার আলমপুর গ্রামে।