• ২৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান, ১৬টি মামলা দায়ের

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২১
ছাতকে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান, ১৬টি মামলা দায়ের

বিবিএন ডেস্ক: ছাতকে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে বকেয়া বিদ্যুৎ বিলের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ টি আবাসিক ও বাণিজ্যিক বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরন সহ মামলা দায়ের করা হয়।সিলেট বিদ্যুৎ আদালতের জেলা যুগ্ম দায়রা জজ আব্দুল হালিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, ৬ লাখ ৫ হাজার ৫৫৫ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না হওয়ায় শহরের বৌলা, তাতিকোনা, চরেরবন্দ, ছাতক বাজার এবং উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার ও শংকরপুর গ্রামে অভিযান চালিয়ে আবাসিক ও বানিজ্যিক ১৬টি সংযোগ বিচ্ছিন্নকরন সহ বিদ্যুৎ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ছাতক বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সর্দার, সহকারী প্রকৌশলী মাহবুবুল হাসান, উপ সহকারী প্রকৌশলী আলাউদ্দিন, ফজলে হাসান রাব্বী সহ বিদ্যুৎ বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।