• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের খরচার হাওরে পোনা মাছ অবমুক্ত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১
সুনামগঞ্জের খরচার হাওরে পোনা মাছ অবমুক্ত

বিবিএন ডেস্ক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ খরচার হাওরে পোনা মাছ অবমুক্ত করেছেন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।

আজ সোমবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার হাওর বিলাস সংলগ্ন খরচার হাওরে ২০২১/২২ অর্থ বছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ১৭২ কেজি রুই, কাতলা, মৃগেল, কালিবাউসসহ বিভিন্ন প্রজাতের দেশিয় মাছ অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য অফিসার সুনীল মণ্ডল, সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান, জেলা পরিষদ সদস্য হোসেন আলী, বিশ্বম্ভরপুর জাপা সাধারণ সম্পাদক মো.আব্দুল কাদির।

এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী জাতীয়পার্টির নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

পরে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি হাওর বিলাস পরিদর্শন করেন এবং বিভিনমন বিষয় নিয়ে সাধারণ লোকদের সাথে মতবিনিময় করেন।