লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: নারায়নতলা বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নের কামারভিটা নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ৭২, হাজার টাকা।
লাউরগড় বিওপির টহল দল ১১ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৯০০ কেজি ভারতীয় কয়লা, ২৫ ঘনফুট পাথর এবং ০১টি ঠেলাগাড়ী আটক করে, যার আনুমানিক মূল্য ১৯, হাজার ৭শ টাকা।
লাউরগড় বিওপির টহল দল ১২ সেপ্টেম্বর তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের সায়েদাবাদ নামক স্থান হতে ৩০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৩, হাজার ৯শ – টাকা।
আশাউড়া বিওপির টহল দল ১২ সেপ্টেম্বর ভারত হতে বাংলাদেশে প্রবেশ করার সময় সুনামগঞ্জ সদর উপজেলাধীন ২নং রংগারচর ইউনিয়নের শাহপুর নামক স্থান হতে ০৯টি ভারতীয় মাঝারী গরু আটক করে, যার আনুমানিক মূল্য ৪ লক্ষ,৫,হাজার টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং গরু, কয়লা, পাথর ও ঠেলাগাড়ী শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।
