• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকের ভাতগাঁও ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১
ছাতকের ভাতগাঁও ইউনিয়নে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিবিএন ডেস্ক: ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী -খঞ্জনপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) ও সহ সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেনের দিক নির্দেশনায় শনিবার এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

ছাতক থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার হাবিবুর রহমানের(পিপিএম) পরিচালনায় ছাতক থানাধীন ভাঁতগাঁও ইউনিয়নের ঝিগলী ও খঞ্জনপুর গ্রামের মামু- ভাগ্নের মধ্যে ( মাসুক মেম্বার ও সাবাজ মেম্বার ) দীর্ঘদিনের বিরোধ নিস্পত্তির লক্ষ্যে ঝিগলী -খঞ্জনপুর এলাকায় অনুষ্টিত এ সভায় আলোচনা করা হয়। এ ছাড়া মত বিনিময় সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ , ইভটিজিং ,মাদক সহ থানা এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আলোচনা হয়েছে। বিট পুলিশিং ও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই পলাশ চন্দ্র, ভাঁতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আওলাদ হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম, সালিশ ব্যক্তিত্ব পীর মোহাম্মদ আলী মিলন ,কবির মিয়া , মাহমুদুল হাছান সালিক, ফজর আলী,কাপ্তান মিয়া, মাস্টার ফজলুল হক, আজিজুর রহমান প্রমুখ।