• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

১ নভেম্বর থেকে ঢাকা-কায়রো রুটে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২১
১ নভেম্বর থেকে ঢাকা-কায়রো রুটে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট

বিবিএন নিউজ ঢাকাঃ মিসরীয় পতাকাবাহী প্রতিষ্ঠান ইজিপ্ট এয়ার দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পাশাপাশি উভয় দেশের পর্যটন খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে পহেলা নভেম্বর থেকে কায়রো-ঢাকা-কায়রো রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বাংলাদেশে নিযুক্ত মিসরীয় রাষ্ট্রদূত হায়থাম ঘোবাশি শনিবার স্থানীয় একটি হোটেলে এক অনুষ্ঠানে বলেন, এটি অবশ্যই ব্যবসা বিনিময়, কার্গো, মিসরীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী শিক্ষার্থী এবং বহুমুখী মিসরীয় পর্যটন অন্বেষণ করতে আসা পর্যটকদের উপর প্রভাব ফেলবে।

মিশরীয় দূতাবাস এখানে প্রথমবারের মতো বাংলাদেশ-মিসর বিমান যোগাযোগের ঘোষণা উদযাপনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে এবং মিশসরের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা প্রাথমিকভাবে ঢাকা ও কায়রোর মধ্যে দুটি সাপ্তাহিক বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

ঘোবাশি বলেন, বাংলাদেশে মিসর এয়ারের উদ্বোধন আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক।
বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশ ও মিশরের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন তিনি।

রাষ্ট্রদূত তার দেশকে আধুনিক সভ্যতার আঁতুড়ঘর হিসেবে অভিহিত করে মিসরীয় আতিথেয়তা এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করার জন্য বাংলাদেশের পর্যটক ও যাত্রীদের স্বাগত জানান।

দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ফলপ্রসূ সহযোগিতার বিষয়টি তুলে ধরে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের সরকারি ও বেসরকারি উভয় খাতের সমন্বিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান দূত।