• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২১
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার::সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সংগঠনের পৌরবিপনিস্থ নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্রর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রধান নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক, প্রতিষ্ঠাকালীণ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক এমরানুল হক, সিনিয়র সহসভাপতি সেলিম আহমদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সেন পাপন, অর্থ সম্পাদক একে কুদরত পাশা, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুয়াদ মনি তালুকদার, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রুজেল আহমেদ, সম্মানীত সদস্য একেএম মহিম, মাসুম হেলাল, ঝুনু চৌধুরী, দিলাল আহমদ প্রমূখ।
এসআরইউর নবনির্বাচিত কার্যকরি পরিষদ প্রথম সভায় নতুন ইতিহাস সৃষ্টি করেছে। সভায় প্রধান নির্বাচন কমিশনার এ বিদায়ী দুই সাধারণ সম্পাদক কে সম্মাননা প্রদান করা হয়।
সভায় বিদায়ী কমিটি নতুন কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন।