• ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তালেবানের অন্তবর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ’

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২১
তালেবানের  অন্তবর্তী সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ’

বিবি এন আন্তর্জাতিক নিউজঃ আফগানিস্তান তালেবানের  অন্তবর্তীকালীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে না বাংলাদেশ- এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি।

বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী ঢাকার অবস্থান ব্যক্ত করেন। বলেন, কাবুলে নতুন সরকারের গতিবিধি পর্যবেক্ষণ ছাড়াও আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ বা ইইউ যদি কোনো উদ্যোগ নেয় তাতে বাংলাদেশের সমর্থন থাকবে। মঙ্গলবার মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করেছে তালেবান।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘোষণা দেন। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি আর পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে দোহা চুক্তির অন্যতম নেগোশিয়েটর আমির খান মুত্তাকিকে।