লতিফুররহমানরাজু ,সুনামগঞ্জ :বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এমপি বলেছেন, পরিবহন একটি চলমান প্রক্রিয়া। ৫০ বছর বয়স হয়েছে শ্রমিক ফেডারেশনের। প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্ঠায় শ্রমিকদের পক্ষে ভাল ভাল কাজ করা আমার পক্ষে সম্ভব হয়েছে। শ্রমিকদের স্বার্থ নিয়ে কেউ ছিনিমিনি খেলা খেলতে পারেন না। শ্রমিকদের স্বার্থবিরোধী আইনগুলো সংশোধন করার লক্ষে কাজ করা হয়েছে। শ্রমিক নেতা হওয়া এতো সহজ ব্যাপার না। শ্রমিক নেতা হিসেবে আমি নিজেকে স্বাচ্ছন্ধবোধ করি। তিনি গতকাল সোমবার সকালে শহরের শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, শ্রমিকদের কল্যাণের কথা বিবেচনা করে অনেক আইন পরিবর্তন করা হয়েছে। আইন ছাড়া দেশ চলতে পারে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে গাড়ি চালাতে হবে। সাবধানে গাড়ি চালাবেন। মাদক থেকে দুরে থাকবেন। সম্প্রীতি বিনষ্ঠের কাজ করবেন না। আমি একজন সংগ্রামী সংগঠক। ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী আমরা পরিচালিত হবো। এ আশাবাদ ব্যক্ত করে তিনি সবাইকে ধন্যবাদ জানান।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি যুবাইল কবীর-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হকের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ওসমান আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম আহমদ ফরিদ, মো. আবু সরকার, মো.আব্দুস সালাম, পরিবহন নেতা সিলেটের মোহাম্মদ জাকারিয়া, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সুনামগঞ্জ জেলা বাস মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন, মো. আব্দুস সামাদ, মো. বুরহান উদ্দিন প্রমুখ। এসময় অগনিত শ্রমিক ও তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##