• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কলেজের ছাত্রী টয়লেট থেকে নবজাতক উদ্ধার

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৬, ২০২১
কলেজের ছাত্রী টয়লেট থেকে নবজাতক উদ্ধার

বিবিএন ডেস্ক: খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করা করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ‘কোনো গর্ভবতী মা টয়লেটের কমডে প্রসব করে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা কয়েকজন মিলে নবজাতককে উদ্বার করি।’

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানিয়েছেন, নবজাতকের অবস্থা ভালো রয়েছে। তারপরও তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবড় পর্যবেক্ষণে রাখা হবে।