• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

গাজীপুরে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডে ২০কোটি টাকার ক্ষতি

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২১
গাজীপুরে ঝুটপট্টিতে অগ্নিকাণ্ডে ২০কোটি টাকার ক্ষতি

বিবিএন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে কাজ করছে।

আগুনে ৫০ ঝুট ও তুলার গোডাউন পুড়ে ছাই হয়েছে। এতে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আজ সকাল ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূবাইল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ইঞ্জি. মোশাররফ হোসেন জানান, সকাল ১১টার দিকে পূবাইলের মেট্রোপলিটন থানার ৪০নং ওয়ার্ডের মাঝুখান পূর্বপাড়ায় আগুন লাগে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার ইকবাল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি, উত্তরার দুটি ইউনিট  আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।

একতা ঝুট ও ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ফারুক হোসেন বলেন, অগ্নিকাণ্ডে ৪০-৫০টি গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে।