• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বিমানবন্দরে ‘বদরি ৩১৩’ ইউনিটকে সতর্ক থাকতে বললেন জবিউল্লাহ মুজাহিদ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
বিমানবন্দরে ‘বদরি ৩১৩’ ইউনিটকে সতর্ক থাকতে বললেন জবিউল্লাহ মুজাহিদ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তালেবানের বিশেষ বাহিনী ‘বদরি ৩১৩’ সদস্যদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। মার্কিন নেতৃত্বের বহুজাতিক বাহিনীর প্রত্যাহারের পর মঙ্গলবার বিমানবন্দরে ‘বদরি ৩১৩’ সদস্যদের সাথে মিলিত হয়ে এই আহ্বান জানান তিনি।

মুজাহিদ বলেন, ‘আমি আশা করি জাতির সাথে কাজ করতে আপনারা প্রচণ্ড সতর্ক থাকবেন। আমাদের জাতি যুদ্ধ ও আগ্রাসন সহ্য করেছে এবং মানুষের আর সহনশীলতা নেই।’

তিনি বলেন, ‘আফগান জাতি ভালোবাসা ও সহানুভূতির দাবি রাখে। সুতরাং, তাদের প্রতি নম্র হন। আমরা তাদের সেবক। তাদের ওপর আমরা আমাদের চাপিয়ে দেবো না।’