• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

পর্যটন খাত থেকেই প্রচুর রাজস্ব আয় করা সম্ভব- ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩১, ২০২১
পর্যটন খাত থেকেই প্রচুর রাজস্ব আয় করা সম্ভব- ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক ,উপ সচিব সাইফুল ইসলাম বলেছেন সুনামগঞ্জ জেলা পর্যটন কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ। এখানে অনেক দর্শনীয় স্থান আছে, এগুলোকে পর্যটক আকর্ষণ করতে পারলে এই খাত থেকেই প্রচুর রাজস্ব আয় করা সম্ভব।  হাওরের পরিবেশ ও প্রতিবেশ ঠিক রেখেই তা করতে হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ করতে হবে।
৩১ আগষ্ট মঙ্গলবার বিকেল ৩ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ইনবাউন্ড ট্যুর অপারেটস এসোসিয়েশন এর যৌথ উদ্যোগে পর্যটন খাত সংশ্লিষ্ট এসোসিয়েশনের সমন্বয়ে গঠিত টিমের সমীক্ষা পূর্বক সুপারিশ মালা শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  অনুষ্ঠানে প্রধান অতিথি’ ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আল ইমরান রুহুল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী,সংগঠনের সভাপতি রেজাউল ইকরাম রাজু,ডিডিএলজি জাকির হোসেন, আটাব সদস্য জহিরুল ইসলাম চৌধুরী,হাব সহ সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতি, মাসুদ হোসেন, সহকারী কমিশনার রিফাতুল হক, শিল্পী রানী মোদক  ,সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ।