• ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাইলট নওশাদ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৩০, ২০২১
সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাইলট নওশাদ

বিবিএন ডেস্ক: সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন পাইলট নওশাদ। গত শুক্রবার মাস্কাট থেকে ঢাকায় ফেরার পথে মাঝ আকাশে ‘হার্ট অ্যাটাকের’ শিকার হন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট নওশাদ। ভারতের নাগপুরে জরুরি অবতরণের পর গত তিন দিন হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। তবে শেষ পর্যন্ত বাঁচানো গেল না নওশাদকে। সোমবার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন) বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহা ব্যবস্থাপক তাহেরা খন্দকার।

বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান জানিয়েছেন, ক্যাপ্টেন নওশাদের বয়স হয়েছিল ৪৫ বছরের বেশি। তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সব মহল থেকে প্রয়োজনীয় উদোগ নেয়া হচ্ছে।

১২৪ জন যাত্রী নিয়ে শুক্রবার সকালে মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২ ফ্লাইটের পাইলট নওশাদ আতাউল কাইয়ুম। মাঝ আকাশে তিনি অসুস্থ হয়ে পড়লে কোপাইলট কলকাতার এয়ার কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং পরে নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি। পরে পাইলট নওশাদকে নিয়ে হাসপাতালে নেয়া হয়।

কিংসওয়ে হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের পরিচালক সুভরজিৎ দাশগুপ্ত, ক্রিটিক্যাল কেয়ার ফিজিশিয়ান রঞ্জন বারোকার এবং বীরেন্দ্র বেলেকারের অধীনে চিকিৎসাধীন ছিলেন ক্যাপ্টেন নওশাদ।