লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:: ২৮ আগস্ট মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কারেন্টের বাজার সংলগ্ন মুজিব পল্লী এবং তাহিরপুর উপজেলার শিমুল বাগান এলাকায় নির্মিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উপহার স্বরূপ জমি ও গৃহপ্রদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহসান কিবরিয়া সিদ্দিকি। এ সময়ে জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক, সুনামগঞ্জ; আল-ইমরান রুহুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সুনামগঞ্জ; মোঃ সাদিউর রহিম জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুর, মোঃ রায়হান কবির, উপজেলা নির্বাহী অফিসার, তাহিরপুরসহ সংশ্লষ্ট ব্যক্তিবর্গ; উক্ত প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যগণ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্পটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মোঃ আহ্সান কিবরিয়া সিদ্দিকি প্রকল্পের ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে থাকা পরিবারগুলোর সঙ্গে কথা বলেন ও তাদের অবস্থার খোঁজখবর নেন।