আন্তর্জাতিক ডেস্ক: মধ্য এশিয়ার প্রজাতন্ত্রী দেশ কাজাখস্তানের একটি সামরিক ঘাঁটির অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনার পরপরই সেখানে একে একে ১০ বার বিস্ফোরণ হয়। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও শতাধিক আহত হয়েছে যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
লন্ডনভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, কাজাখস্তানের ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী নুরলান ইয়েরমেকবায়েভ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গেল বৃহস্পতিবার (২৬ আগস্ট) ঝাম্বিল প্রদেশের তারাজে সেনাবাহিনীর অস্ত্রভাণ্ডারে আগুন লেগে ১০ বার বিস্ফোরণ ঘটেছে।
জানা গেছে, প্রকৌশল কাজের জন্য ঘটনাস্থলে প্রচুর বিস্ফোরক সংরক্ষিত ছিল। তবে কী কারণে ঘটনাটি ঘটেছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি জানার জন্য এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের পর পার্শ্ববর্তী এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।