• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জাতীয় শোক দিবসের ব্যানার ছেড়ার প্রতিবাদে ছাতকের কৈতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১
জাতীয় শোক দিবসের ব্যানার ছেড়ার প্রতিবাদে ছাতকের কৈতকে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

 

বিবিএন ডেস্ক: ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের ব্যানার ছিড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জাউয়াবাজার ইউনিয়নের কৈতকে ৯নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি চান মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সভাপতি নুরুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা সেলিম সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাউয়াবাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক, যুক্তরাজ্য প্রবাসী নেতা গোলাম আজম তালুকদার নেহার। বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা বশির আহমদ, অজিত ভৌমিক কানু, ইকবাল আহমদ জলিল, শ্যামল দস্তিদার নান্টু, গয়াছ আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি নুনু মিয়া, যুবলীগ নেতা ফয়জুল ইসলাম মকু, ফয়ছল আহমদ, ফজলুল হক প্রমুখ। সভায় বক্তারা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা ও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত জাতীয় শোক দিবসের ব্যানার ছেড়ার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান।