• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে ওএসডি করে বিসিআইসি’র কার্যালয়ে স্থানান্তর

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৭, ২০২১
ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালককে ওএসডি করে বিসিআইসি’র কার্যালয়ে স্থানান্তর

 

বিবিএন ডেস্ক:ছাতক সিমেন্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও কারখানার উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস প্রকল্পের পরিচালক (পিডি) এএফএম আব্দুল বারীকে দায়িত্ব থেকে সরিয়ে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে। তাকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিসিআই)’র প্রধান কার্যালয়ে (পরিকল্পনা ও বাস্তবায়ন)’র দপ্তরে সংযুক্ত করছে কর্তৃপক্ষ। বুধবার (২৫ আগস্ট) চিফ অব পার্সোনাল মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। একই আদেশে ছাতক সিমেন্ট কোম্পানির সদ্য দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সমীর বিশ্বাসকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে ছাতক সিমেন্ট কোম্পানির নতুন প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি)’র দায়িত্ব দেয়া হয়েছে। এর আগেরদিন বুধবার (২৪ আগস্ট) ডেপুটি চিফ অব পার্সোনাল মোঃ মাসুদ পারভেজ স্বাক্ষরিত এক চিঠিতে ছাতক সিমেন্ট কোম্পানির এমডির দায়িত্ব থেকে সরানো হয়েছিলো এএফএম আব্দুল বারীকে। তবে নতুন প্রকল্পের পিডির দায়িত্ব ছিলো তার উপর। এর একদিন পরেই তাকে এ দায়িত্ব থেকেও সরানো হয়। ওই আদেশেই ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই)’র নির্বাহী পরিচালক সমীর বিশ্বাসকে ছাতক সিমেন্ট কোম্পানির এমডি’র দায়িত্ব দেয়া হয়।