আন্তর্জাতিক ডেস্ক: কাবুল বিমানবন্দরের বিস্ফোরণের ঘটনায় জরুরি বৈঠকে বসছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পরিস্থিতি হয়ত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, বৃহস্পতিবার বিস্ফোরণের পর কাবুল বিমানবন্দরের পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের সভাপতিত্ব করবেন বরিস জনসন।
ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, আফগানিস্তানের পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে সতর্ক হতে হবে।
তিনি আরও বলেছেন, বিমানবন্দর ঘিরে পরিস্থিতি এখনও খুব বিপজ্জনক।সূত্র: বিবিসি

 
                            
                             
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                        
                       