• ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

যেসব শর্তে তালেবানকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৬, ২০২১
যেসব শর্তে তালেবানকে অর্থ ছাড়ের প্রতিশ্রুতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: কয়েক দিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, প্রয়োজনে তালেবানের সঙ্গে কাজ করবে তার সরকার। এবার শর্তসাপেক্ষে তালেবানদের অর্থ ছাড়ের প্রতিশ্রুতিও দিলেন তিনি। মঙ্গলবার রাতে জি-৭ এর পক্ষ থেকে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, আটকে থাকা শত শত মিলিয়ন পাউন্ড তালেবান নেতৃত্বের কাছে ছেড়ে দেবে পশ্চিমারা। তবে এক্ষেত্রে তাদেরকে কয়েকটি শর্ত মানতে হবে।

এরমধ‌্যে প্রধান শর্ত হল নিরাপদ প্রস্থান। এক্ষেত্রে তিনি বলেন, আগামী ৩১ আগস্ট নির্দিষ্ট সময়সীমার মধ্যেই আফগানিস্তান থেকে বিদেশি ও দেশ ছাড়তে ইচ্ছুক আফগানদের সরানো সম্ভব না হলে জি-৭ ভুক্ত দেশগুলোর যেসব বাহিনী সেখানে কাজ করছে তাদের অভিযানের সময়সীমা বাড়ানো।

অন্যান্য শর্তগুলোর মধ্যে রয়েছে আফগান মেয়েদের লেখাপড়া করার সুযোগ দেওয়া, সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা এবং দেশটি যাতে সন্ত্রাস ও মাদকের আখড়ায় পরিণত না হয় সেজন্য পদক্ষেপ নেওয়া। সূত্র: ডেইলি মেইল, রয়টার্স