• ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের মধ্যনগরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১
সুনামগঞ্জের মধ্যনগরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে দুগনুই গ্রামে বজ্রপাতে আপন চাচাতো দুই ভাই পানিতে পড়ে মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৫ টায় দুগনুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ফজল মিয়ার ছেলে রাকিব মিয়া (১৬) ও মুকলিব আলীর ছেলে সাইদুর মিয়া (৩০)।

জানা যায়, কাইলানীর হাওরে নৌকা দিয়ে ৩ জন মাছ ধরতে গেলে হালকা বৃষ্টির সাথে আকস্মিক বজ্রপাতে নৌকায় থাকা ৩ জনের মধ্যে দু’জন মৃত্যুবরণ করেন। বজ্রপাতে নিহত দু’জন আপন চাচাতো ভাই।

দুগনই গ্রামের রুহুল আমীন তালুকদার রব মিয়া জানান, বজ্রপাতের সাথে সাথেই দু’জনই পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সঙ্গে থাকা সাইদুর মিয়ার কিশোরী মেয়ে ছোট্টমনি প্রাণে বেঁচে যায়।পরে বাড়ির লোকজন ও গ্রামবাসী মিলে হাওরের পানিতে অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তাদের লাশ উদ্ধার করেন।