• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

লন্ডনে তালেবানবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২২, ২০২১
লন্ডনে তালেবানবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

বিবিএন ডেস্ক: আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখলের প্রতিবাদে যু্ক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভে অংশ নিয়েছেন হাজারো মানুষ। শনিবার মধ্য লন্ডনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ফরাসি সংবাদমাধ্যম এএফপি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, দুপুরে মধ্যাহ্ন ভোজের সময় লন্ডনের কেন্দ্রস্থল হাইড পার্কে জড়ো হন কয়েক হাজার মানুষ। এখন থেকে তারা হোয়াইট হল, ডাউনিং স্ট্রিট পার হয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বাস ভবনের দিকে মিছিল নিয় অগ্রসর হন।

বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল তালেবানরা বদলায়নি। অনেকের হাতে ‘আফগানদের হত্যা বন্ধ করো’, আফগান নারীদের নিপীড়ন বন্ধ করো’ স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

মিছিলে অনেকেই আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে নিয়ে অংশ গ্রহণ করেছেন। এসময় তারা আফগানিস্তানে তালেবানের দখলের বিরোধিতা করেন।

আফগানিস্তানের চলমান সংকট মোকাবিলায় ব্রিটেনে সমালোচনার মুখে রয়েছেন জনসন। বিশেষ করে যেভাবে কাবুল থেকে ব্রিটিশ ও তাদের হয়ে কাজ করা মানুষদের বের করে নিয়ে আনার বিষয়ে।

কাবুল দখলের পর প্রথম সংবাদ সম্মেলনে শরিয়া আইনের অধীনে নারীদের অধিকার নিশ্চিত করা এবং বিদেশি ও আগের সরকারের কর্মীদের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। তবে এমন প্রতিশ্রুতির পরও বেশ কয়েকজনকে হত্যা, নারী সাংবাদিকদের কাজে যোগ দিতে না দেওয়া এবং হেরাতে স্কুলে মেয়েদের অধ্যয়নে বাধা দেওয়ার খবর পাওয়া গেছে।