আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তান জয়ের পর তালেবানকে অভিনন্দন জানিয়ে কাশ্মীরের জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন একটি অডিও বার্তা প্রকাশ করেছে বলে দাবি করেছে ভারতের পত্রিকা আনন্দবাজার। সেই বার্তায় কাশ্মীরে তালেবানের সহায়তা চাওয়া হয়েছে বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। শনিবার (২১ আগস্ট) এ খবর প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, মুজাহিদিনের নেতা সৈয়দ সালাউদ্দিন বার্তায় বলেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা, তিনি যেন আফগানিস্তানের ইসলামি আমিরশাহিকে আরও শক্তিশালী করেন। তাহলে তারা কাশ্মীরে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে পারবে।’ কাবুলে তালিবান নেতারা যা-ই বলুন, পাক মদতে পুষ্ট জঙ্গি নেতার এই বক্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।
অন্যদিকে তালেবানের কাবুল দখলের দায় সরাসরি আমেরিকার ঘাড়ে চাপিয়েছে আরেক জঙ্গি সংগঠন আইএস। তাদের দাবি, আমেরিকান সেনা প্রত্যাহার করে আফগানিস্তানকে তালেবানের হাতে তুলে দেওয়া হয়েছে।