• ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাজধানীর ক্লিনিকে মডার্নার টিকা বিক্রি, আটক ১

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২১
রাজধানীর ক্লিনিকে মডার্নার টিকা বিক্রি, আটক ১

বিবিএন ডেস্ক: রাজধানীর উত্তরায় করোনাভাইরাসের টিকা বিক্রির অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ দক্ষিণখান এলাকায় ‘দরিদ্র পরিবার সেবা’ নামের একটি ক্লিনিকে বুধবার অভিযান চালায়। এ সময় বিজয়কৃষ্ণ তালুকদার নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

ওই ক্লিনিক এবং অভিযুক্ত ব্যক্তির বাসায় অভিযান চালিয়ে মডার্না টিকার ২০টি খালি বক্স ও ২টি টিকার অ্যাম্পুল উদ্ধার করা হয়েছে।

দক্ষিণখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিন আরাফাত জানান, উদ্ধারকৃত দুটি অ্যাম্পুলের মধ্যে একটি খালি অবস্থায় ক্লিনিক থেকে এবং আরেকটি আংশিক পূর্ণ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বাসার ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে।  টিকার একেকটি বক্সে সাধারণ টিকার ১০টি অ্যাম্পুল থাকে। সে হিসেবে উদ্ধারকৃত বক্সে অন্তত ২০০ অ্যাম্পুল ছিল বলে ধারণা করা হচ্ছে।

আটক বিজয়কৃষ্ণকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।  পুলিশের জিজ্ঞাসাবাদে বিজয়কৃষ্ণ নিজেকে পল্লি চিকিৎসক হিসেবে পরিচয় দিয়েছেন।