• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালে গভর্নর ভিজিট অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৮, ২০২১
রোটারি ক্লাব অব সিলেট ইম্পেরিয়ালে গভর্নর ভিজিট অনুষ্ঠিত
রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন ১১৬ বছর যাবৎ—-আবু ফয়েজ খান চৌধুরী
বিশেষ প্রতিনিধি:  রোটারী ক্লাব অব  সিলেট ইম্পেরিয়াল এর গভর্নর ক্লাব ভিজিট এবং সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৬ই আগস্ট। গত সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি হোটেলে নিয়মিত সাপ্তাহিক সভা গভর্নর ভিজিট উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি রোটারিয়ান হাসান কবির চৌধুরী। জুবায়ের হাসান রামিম এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রথমেই সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
ইনভোকেশন পাঠ করেন প্রেসিডেন্ট ইলেক্ট জুনুন  আহমেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য করেন রোটারিয়ান ভাইস প্রেসিডেন্ট সাদিকুর রহমান।
বক্তৃতা করেন জেলা গভর্নর আবু ফায়েজ খান চৌধুরী, পিডিজি রোটারিয়ান প্রফেসর আতাউর রহমান পীর, ডিজিএন  রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, লেফটেন্যান্ট গভর্নর প্রফেসর ডঃ আব্দুস সালাম, অ্যাসিস্ট্যান্ট গভর্নর আব্দুল কাইয়ুম, জোনাল কো-অর্ডিনেটর হানিফ মোহাম্মদ ও ক্লাব এডভাইজার রোটারিয়ান পিপি গোলাম রাব্বানী। সভায় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন রোটারিয়ান তাহমিনা হাসান চৌধুরী ও রোটারিয়ান অ্যাডভোকেট জাকিয়া তাহমিনা রিপাগভর্নর আবু ফায়েজ খান চৌধুরী তার বক্তব্যে বলেন সিলেট ইম্পেরিয়াল ক্লাব মেম্বারদের উপস্থিতি দেখে আমি অভিভূত। ক্লাবটির সার্ভিস প্রজেক্ট দেখে মনে হয়েছে এটি একটি ভাইব্রেন্ট ক্লাব । নতুন বছরে ক্লাবের নতুন মেম্বার হিসেবে আটজনকে অন্তর্ভুক্ত করতে পারা চ্যালেঞ্জিং হলেও সিলেট ইম্পেরিয়াল সেই কাজটি করে দেখাতে পেরেছে। তিনি বলেন সেবামূলক ছোট ছোট প্রকল্প হলেও ক্লাব যেন সেই প্রকল্পগুলি নিয়মিত চালিয়ে যায়। এতে সেবার দোয়ার আরো উন্মুক্ত হবে। তিনি আরও বলেন বিগত ১১৬ বছর যাবত সারা বিশ্বে রোটারিয়ানরা মানবতার সেবায় কাজ করে যাচ্ছে ফলে মানুষের জীবনমানের পরিবর্তন ঘটছে। রোটারিয়ান হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে সেইসব ভাল কাজকে অব্যাহত রাখা। এর মাধ্যমেই আমরা বিশ্বকে পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর আবাসস্থল হিসেবে গড়ে তুলব।
ডিস্ট্রিক গভর্নর মহোদয় এবং ডিস্ট্রিক্ট  ফার্স্টলেডির পক্ষ থেকে ক্লাব প্রেসিডেন্ট হাসান কবির  চৌধুরী এবং ক্লাব  ফার্স্ট লেডি তাহমিনা হাসান চৌধুরীকে  ক্রেস্ট উপহার দেন