ছাতক প্রতিনিধিঃবহুল প্রত্যাশিত জিয়াপুর জামেয়া ইসলামিয়া রুহামা মহিলা মাদ্রাসার শুভ সুচনা আজ থেকে শুরু হয়েছে।
গত শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সম্মানিত যুগ্ম আহবায়ক মাষ্টার মাওঃ মুজিবুর রহমান’র সভাপতিত্বে এর শুভ উদ্বোধন করা হয়। আজকের উদ্ভোধনী অনুষ্ঠানে আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ এবং জিয়াপুর পুরান সিংচাপইড় এর সকল মুরব্বিয়ান ও যুবক এবং পরিষদের সকল সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন । এসময় মাদ্রাসার নামফলক উন্মোচন করা হয়।
শুভ উদ্বোধন অনুষ্ঠানে, পরিষদের সভাপতি শায়খ মাওঃ যুবায়ের আহমেদ এক বিশেষ মোনজাত পরিচালনা করেন, বিশেষ করে মাদ্রাসার আহবায়ক সিংচাপইড় ইউনিয়নের দুইবারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান জনাব শামসুদ্দিন শিশু মিয়া সাহেবের রোগ মুক্তির জন্য ও দেশ বিদেশে অসুস্থ সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
পরিশেষে, মাদ্রাসার জন্য দেশী বিদেশি সকলের সার্বিক সহযোগিতা কামনা করে, জিয়াপুর পুরানসিংচাপইড় এর সকল মুরব্বিয়ান দের নিকট বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।