• ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২১
নিজেকে আফগানিস্তানের প্রেসিডেন্ট ঘোষণা করলেন সালেহ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে দেশের প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৭ আগস্ট) টুইট করে একথা জানিয়েছেন তিনি।

টুইটে তিনি লিখেছেন, আফগানিস্তানের সংবিধান অনুসারে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে বা প্রেসিডেন্ট পালিয়ে গেলে বা পদত্যাগ করলে বা তার মৃত্যু হলে প্রথম ভাইস প্রেসিডেন্টই তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমি বর্তমানে দেশের ভেতরে আছি এবং আমি বৈধ তত্ত্বাবধায়ক প্রেসিডেন্ট।

এর আগে, সোমবার (১৫ আগস্ট) তালেবান কাবুল ঘিরে ফেলার পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল- আমরুল্লাহ সালেহ দেশ ছেড়ে পালিয়েছেন। তবে আজকের টুইটে তিনি সেকথা উড়িয়ে দিয়েছেন।