• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
ছাতকে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

 

নিজস্ব প্রতিবেদক:সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে সরকারী ও বেসরকারী ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশসানের উদ্যোগে আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে
পুষ্পস্তাবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।


পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন,
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃকি সংগঠন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন
করেন।

এদিকে পৌরসভার চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তোবক অর্পন করেন
পৌর মেয়র আবুল কালাম চৌধুরীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্ধ। এসময়
উপজেলা আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তাবক অর্পন করেন,

সুনামগঞ্জ জেলা
আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী,
জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আজমল
হোসেন সজল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আওয়ামীলী নেতা আশিকুল
ইসলাম,

উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স, যুবলীগ নেতা
দেলোয়ার হোসেন চয়ন, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ
চৌধুরীসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এছাড়া পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে পৃথক
পুষ্পস্তোবক অর্পন করা হয়। পুষ্পস্তাবক অর্পন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক
এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর
রহমান, ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি
বেগম, ওসি শেখ মো.নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক
সৈয়দ আহমদ, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া,

ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, গয়াছ আহমদ, সায়েস্তা মিয়া, আখলাকুর
রহমান, মুরাদ হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাবেক ইউপি চেয়ারম্যান
মুক্তিযোদ্ধা কদর মিয়া, আফজাল আবেদীন আবুল, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম
মোস্তফা, আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী,
মুশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আউয়াল, মাফিজ আলীসহ আওয়ামীলীগ ও
সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

জাতীয় শোক দিবস
উপলক্ষে ছাতক পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর জীবন-
সংগ্রাম শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্য পৌর মেয়র আবুল কালাম
চৌধুরী। পৌর সচিব খান মোহাম্মদ ফারাবীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা
সভায় বক্তব্য রাখেন, পৌরসভা কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, হাজী নাজিমুল
হক, সাবেক কাউন্সিলর ধন মিয়া প্রমুখ। এসময় পৌরসভার কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


অপর দিকে, ছাতক প্রেসক্লাবের উদ্যোগে বিকেলে সংগঠনের কার্যালয়ে বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন
তালুকদারের সভাপতিত্বে ও সাংঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজার
পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের সংগঠক ও
জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য
রাখেন,

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ
চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক
সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো.গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম
আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, সভার শুরুতে স্বাগত বক্তব্য
রাখেন, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ
আখতারুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা পাঠ করেন,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। সভায় পবিত্র কোরআন
থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য মোশাহিদ আলী।


এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য এবাদুল হক,
ইসলামপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সদস্য
নাজমুল ইসলাম, মাহমুদ আলম, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির
সেক্রেটারী সাকির আমীন, প্রেসক্লাব সদস্য আরিফুর রহমান মানিক, জাহাঙ্গীর
আলম চৌধুরী। সভায় যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম হিরন, অর্থ
সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ,
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, নুর উদ্দিন, সাংবাদিক
লুৎফুর রহমান শাওন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক গণ যোগাযোগ ও
উন্নয়ন বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, ছাতক পৌর ছাত্রলীগের সাংগঠনিক
সম্পাদক শাহ আলম বাসিত, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রাজিব
তরফদার, রুবেল তালুকদার জনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।