• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন।

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
সুনামগঞ্জে বিভিন্ন সংগঠনের শোক দিবস পালন।
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; ১৯৭৫সালের ১৫ই আগষ্ট শোক দিবস পালন উপলক্ষ্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,তার সহধর্মিনী শেখ ফজিলাতুন নেছা মুজিব,সন্তানসহ নিহত সকল শাহাদাৎ বরণকারী বীর শহীদের স্মরণে সুনামগঞ্জে বৈরী আবহাওয়া উপেক্ষা করেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা,উপজেলা প্রশাসন,জেলা পরিষদ,পুলিশ প্রশাসন,আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ,শ্রমিকলীগ,চেম্বার অব কমার্সসহ ,সুনামগঞ্জ প্রেসক্লাব,সাংবাদিক ফোরাম ও রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা ।
সকাল সাড়ে ৯টায় প্রথমে শহরের ঐহিত্য  যাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে সরকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন,সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ারসহ প্রশাসনের কর্মকর্তাও কর্মচারীবৃন্দরা।
জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্ম কর্তা জাকির হোসেন কর্ম কর্তা ও কর্মচারীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে  অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী,সদর সার্কেল মো. জয়নাল আবেদীন,সদর থানার ওসি মো. শহীদুর রহমান। সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের নেতৃত্বে পুষ্পস্তবক অপর্ণকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও কর্ম কর্তা গণ,
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুটের পক্ষে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান,সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আবুল কালাম,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, সম্পাদক এড.মো. আব্দুল করিম,শিক্ষা ও মানব সম্পদ বিষয় সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু,শ্রম বিষয়ক সম্পাদক এ্যাড.আজাদুল ইসলাম রতন, প্রমুখ।

জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবীর ইমনের নেতৃত্বে   ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন  দলীয় নেতৃত্ব।  উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা  এ্যাডভোকেট আলী আমজাদ,যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন,সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান,সুবীর তালুকদার বাপ্টু, ।

জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের পক্ষে,যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু,যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ,সদস্য সবুজ কান্তি দাস,নুরুল ইসলাম বজলু,।জেলা শ্রমিকলীগের সভাপতি মো. সেলিম আহমদ,সাধারন সম্পাদক মুবিন মিয়া,।জেলা কৃষকলীগের আহবায়ক শান্তু মিয়া,,সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জল ও জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে ও সাধারন সম্পাদক রিপন প্রমুখ।