বিবিএন ডেস্ক: ছাতকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ছাতক সরকারী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাতক-দোয়ারা ইয়াং ষ্টার ব্লকের সভাপতি ও ছাতক উপজেলা যুবলীগ নেতা, তরুন ব্যবসায়ী ও ক্রিড়া সংগঠক সামিউল হক সানির নেতৃত্বে গতকাল ১৪ আগষ্ট শনিবার বিকেলে শহরের সোলেমান কমিউনিটি সেন্টারে অনুস্টানটি অনুষ্ঠিত হয়।
ছাতক সরকারী কলেজ ছাত্রলীগ নেতা তাশরীফ হোসেনের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম স্বাধীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. ছায়াদুর রহমান ছায়াদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ বাবলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির সদস্য বিশিষ্ট সুরকার ও গীতিকার মতিউর রহমান হাসান, উপজেলা ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, রিপন মাহমুদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ নেতা লায়েছ আহামদ । শোক সভায় মোনাজাত করেন পশ্চিম মুক্তিরগাও জামে মসজিদের ইমাম মাওলানা নাজিম উদ্দিন। এ সময় কলেজ ছাত্রলীগ নেতা সিয়াম আহামদ শাকিল, নয়ন আহমদ , মুহিবুর রহমান নোমান, ইফতিকুর রহমান ইফতি, তানিম আহমেদ তানিম, মুবদি আহমেদ, আজিজ ইসলাম, তারেক আহমদ, লিমন আহমদ, সাগর অাহমদ, তানিল আহমদ, খালেদ হাসান, সূর্য দাস, হাসান আহমদ, মুহিত আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।