• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের জন্য প্রেসিডেন্ট প্যালেসের পথে তালেবান নেতারা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের জন্য প্রেসিডেন্ট প্যালেসের পথে তালেবান নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে ক্ষমতা ‘হস্তান্তর’ প্রস্তুতির জন্য সশস্ত্র বিদ্রোহী সংগঠন তালেবানের পক্ষ থেকে একটি সমঝোতাকারী দল দেশটির প্রেসিডেন্সিয়াল প্যালেসের দিকে রওয়ানা হয়েছে। এক আফগান কর্মকর্তা মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে এরই মধ্যে তথ্যটি নিশ্চিত করেছেন।

পরিচয় গোপন রাখার শর্তে আফগান সরকারের ওই কর্মকর্তা জানিয়েছেন, তাদের লক্ষ্য ছিল তালেবান বাহিনীর হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা।

অবশ্য সশস্ত্র সংগঠন তালেবানের নেতারাও জানিয়েছেন, তারা কখনোই জোরপূর্বক কাবুল দখল করতে চান না। তাদের এক নেতার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাবুল ছাড়তে আগ্রহীদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছে তালেবান। এমনকি রাজধানীতে সহিংসতা চালানো থেকে বিরত থাকতেও যোদ্ধাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

তালেবানের ওই নেতা জানিয়েছেন, আফগান নারীদের সুরক্ষিত এলাকায় যাওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে গেল রবিবার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর প্রায় বিনাযুদ্ধে দখলে নেয় তালেবান যোদ্ধারা। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাহিনীটির সশস্ত্র যোদ্ধারা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের প্রত্যাবর্তন নিশ্চিত হবে।