• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগান থেকে সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত ভুল ছিল:

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১
আফগান থেকে সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত ভুল ছিল:

বিবিএন ডেস্ক: আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের মার্কিন সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস।

যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে শুক্রবার তিনি বলেন, মার্কিন নের্তৃত্বাধীন সামরিক জোট সেনা প্রত্যাহার করে নেওয়ায় আফগানিস্তানকে এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য বানাবে তালেবান।

স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, মার্কিন এ সিদ্ধান্তের ফলে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বৃহস্পতিবার ঘোষণা দিয়ে বলেছেন, আফগানিস্তানে অবস্থান করা যুক্তরাজ্যের নাগরিকদের দেশে ফিরত আনতে ৬০০ সেনা সদস্য পাঠানো হচ্ছে।

তালেবান যেভাবে একের পর প্রদেশের নিয়ন্ত্রণ নিচ্ছে, তাতে যেকোনো সময় কাবুলের পতন হতে পারে। এর ফলে বিদেশি কূটনীতিকরা চরম ঝুঁকির মধ্যে পড়বেন।

এ কারণে দ্রুত নিজ দেশের নাগরিকদের দেশে ফিরত নিতে যাচ্ছে যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।