বিবিএন ডেস্ক: ছাতক উপজেলা আওয়ামমীলীগের সাবেক সভাপতি ও আহবায়ক মরহুম আবরু মিয়া তালুকদার স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট শালিশ ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বি, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের আত্মার মাগফেরাত কামনায় লক্ষীবাউর জামেয়া ওমর বিন খাত্তাব (রাঃ) মাদ্রাসায় এ দোয়া, মিলাদ ও শোকসভা অনুষ্ঠিত হয়।
![](https://bilatbanglanews.com/wp-content/uploads/2021/08/inbound3631979036433125828-300x193.jpg)
শুক্রবার নোয়ারাই ইউনিয়ন জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল ছত্তারের সভাপতিত্বে ও সহ-সভাপতি এম শাহিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা ছাত্র হাফিজ আবদুল আজিজ। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ছাত্রলীগ নেতা ফখর উদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাদ মিয়া, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব আলম রাসেল, মাদ্রাসার মুহতামিম মাওলানা ইসলাম উদ্দিন, সিরাজ মিয়া তালুকদার, দিলোয়ার হোসেন তালুকদার দিলু, শোয়েব মিয়া তালুকদার, হাফিজ মাওলানা বোরহান, এএইচ নাঈম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পাঠ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল কাজী মাওলানা ইসলাম উদ্দিন।